
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার আমিনপুরের ঢালারচর এলাকার চরমপন্থি নেতা দুল্লা শেখ ওরফে শামীমকে (২৫) শুক্রবার ভোরে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত দুল্লা শেখ ওরফে শামীম আমিনপুর থানার মিরপুর গ্রামের মৃত আলাউদ্দিন ওরফে আলিমুদ্দিন ওরফে আহলী শেখের ছেলে। তিনি ঢালারচর এলাকার চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকা’র আঞ্চলিক নেতা জুলহাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তাজুল হুদা জানান, মিরপুর গ্রামে চরমপন্থিদের গোপন বৈঠক হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। অভিযানে নিজ বাড়ি থেকে চরমপন্থি নেতা দুল্লা শেখ ওরফে শামীমকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যান। এ সময় তার বাড়ি থেকে একটি শাটারগান, একটি কাটা রাইফেল, চার রাউন্ড কার্তুজ, ৩৮ ইঞ্চি লম্বা একটি রামদা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত দুল্লা ওরফে শামীমের বিরুদ্ধে বেড়া, আমিনপুর, সুজানগর থানায় বেশ কিছু মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।