
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ আহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। বুধবার রাতে আটঘরিয়া থানায় মামলা দুটি করা হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, আহত এসআই তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে দুটি মামলা দায়ের করেছেন। এর মধ্যে পুলিশ আহতের ঘটনায় একটি এবং অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করা হয়।
প্রসঙ্গত, বুধবার সকাল ১১টার দিকে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করেন আটঘরিয়া থানার এসআই মনির হোসেন (৪০) ও তোফাজ্জল হোসেন (৪০)।এ সময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে গুলি করে পালিয়ে যায়।