জেলা প্রতিনিধি, পাবনাঃ পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী লাল পতাকা দলের পাবনা জেলা কমান্ডার আবুল হোসেন ওরফে আবু নকশাল (৫৫) নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে ধোপাঘাটা বড় ব্রিজের দক্ষিণ পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবুল সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের গোলাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা ছিল। জানা যায়, গতকাল রোববার পূর্ব রাঘবপুর এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেফতার করে পাবনা থানা পুলিশ। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার এবং তার সহযোগী নিষিদ্ধ ঘোষিত নকশাল বাহিনীর সদস্যদের হেফাজতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। পরে তার দেয়া তথ্যমতে ওই স্থানে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ০৪ রাউন্ড ২২ বোরের গুলি, ০৬ রাউন্ড তাজা কার্তুজ ও ০৪ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়।


