
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পাবনায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর পোলিং এজেন্টকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে পৌরসভার রাঘবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ওই এলাকায় নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শরিফ উদ্দিন প্রধানের নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলী মর্তুজার সমর্থকরা।
শুক্রবার দুপুরে সেই কার্যালয় পুনরায় মেরামত শুরু করে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারিকেল গাছ প্রতীকের পোলিং এজেন্ট আহসান হাবিব আহসান। এ সময় মোটরসাইকেল যোগে কয়েকজন এসে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলার সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন জড়িত বলে অভিযোগ স্বজনদের।