
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় রফিকুল ইসলাম (৩০) নামে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ষাটগাছা গ্রামে এ ঘটনা ঘটে। রফিকুল উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের জুড়ান সরদারের ছেলে।
একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল সরদার বলেন, সকালে বাড়ি থেকে ধানুয়াঘাটা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন রফিকুল ইসলাম। বাড়ির পাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা রফিকুলকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।