কামরুজ্জামান টিপু (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে ইপিজেড কর্মী মেহেদী হাসান নাঈম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার গকুলনগরে নিহতের বাড়ির সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের পরিবার ও স্বজনেরা৷ পরে ঈশ্বরদী–বাঘা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন৷
এসময় বক্তারা বলেন, ঈশ্বরদী ইপিজেডে আইএসএম গার্মেন্টস এন্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেডে চাকুরী করতেন মেহেদী হাসান নাঈম৷ গত ৮ জানুয়ারি বুধবার‘ দুপুরে অফিসে কর্মরত অবস্থায় পদোন্নতির বিষয় নিয়ে বাকবিতন্ডা হয় ওই অফিসের এডমিন মিজানুর রহমানের সাথে৷ এক পর্যায়ে কিল ঘুষি ও লাঠি দিয়ে নাইমকে মারধর করে এডমিন অফিসার।
মারধরের এক পর্যায়ে নাইম জ্ঞান হারিয়ে ফেললে তাকে বেপজা হাসপাতাল ও পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। শারিরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাইম মৃত্যু বরণ করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজন ও এলাকাবাসী।