পাবনা ঈশ্বরদীতে নাঈম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

কামরুজ্জামান টিপু  (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে ইপিজেড কর্মী মেহেদী হাসান নাঈম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন বিক্ষোভ করেছেন নিহতের স্বজন এলাকাবাসী।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার গকুলনগরে নিহতের বাড়ির সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের পরিবার স্বজনেরা৷ পরে ঈশ্বরদীবাঘা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেন৷

এসময় বক্তারা বলেন, ঈশ্বরদী ইপিজেডে আইএসএম গার্মেন্টস এন্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেডে চাকুরী করতেন মেহেদী হাসান নাঈম৷ গত জানুয়ারি বুধবারদুপুরে অফিসে কর্মরত অবস্থায় পদোন্নতির বিষয় নিয়ে বাকবিতন্ডা হয় ওই অফিসের এডমিন মিজানুর রহমানের সাথে৷ এক পর্যায়ে কিল ঘুষি লাঠি দিয়ে নাইমকে মারধর করে এডমিন অফিসার।

মারধরের এক পর্যায়ে নাইম জ্ঞান হারিয়ে ফেললে তাকে বেপজা হাসপাতাল পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। শারিরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাইম মৃত্যু বরণ করে।

ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজন  এলাকাবাসী।