পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কমিশন।
আসনগুলো হলো, পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪। সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সীমানা পুনঃনির্ধারণের এই সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়, গত বুধবার প্রকাশিত গেজেটের অনুযায়ী, পাবনা-১ আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। আর পাবনা-২ আসনে সীমানায় সুজানগর উপজেলা এবং উপরে উল্লিখিত বেড়া পৌরসভা ও চার ইউনিয়ন ছাড়া বেড়া উপজেলার বাকি অংশ অন্তর্ভুক্ত হয়েছে।
এতে আরও বলা হয়, ফরিদপুর-২ আসনের সীমানায় নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে। আর ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা, চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা যোগ হয়েছে।
সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন সীমানা পুনঃনির্ধারণের এই সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


