
আসাদুজ্জামান বিকাশ: মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে অদ্য ইং শনিবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩খ্রি: ডিবি পুলিশের এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, এসআই(নিঃ)তানভীর রহমান,এএসআই(নিরস্ত্র)মোঃ আমিনুর রহমান,এএসআই (নিরস্ত্র)মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার আতাইকুলা ও সুজানগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল প্রামানিক(৩০), পিতা-মোঃ নজির প্রামানিক, সাং-জাফরাবাদ, ইউপি- গয়েশপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয় এবং মাদক ব্যবসায়ী ২। মোঃ হাফিজ মোল্লা (৩৫), পিতা-মৃত মিরাজ মোল্লা, সাং-হুদারপাড়া, থানা-সুজানগর,জেলা-পাবনাকে মাদক দ্রব্য ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আতাইকুলা ও সুজানগর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।