পাবনা প্রতিনিধি : পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনের পর ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে তাকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত ফলাফলে রেজাউল রহিম লাল (আনারস) ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন (মোবাইল) পান ৩০৮ ভোট। অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ভূমিমন্ত্রীর মেয়ে মাহজেবিন শিরিন পিয়া (চশমা) পান ১২৭ ভোট।
এর আগে জেলার ১৫টি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। মোট ভোটার ছিলেন ১ হাজার ১০৪ জন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


