পাবনা ট্রাকের ধাক্কায় শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিবসহ আহত ৫

আসাদুজ্জামান বিকাশ : পাবনায় ট্রাকের ধাক্কায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক এবং পাবনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সহ ৫ জন আহত হয়েছে।

পাবনা সুজানগর উপজেলায় মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকালে সুজানগর বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠান থেকে ফেরার পথে পাবনা একদন্ত সড়কে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা ৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। শামছুর রহমান শিমুল বিশ্বাস হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান
এখন তিনি আশঙ্কামুক্ত।

পাবনা জেলা বিএনপি আহবায়ক ও পাবনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পায়ে আঘাত পেয়েছেন।

সবচেয়ে গুরুতর জখম হয়েছে শিমুল বিশ্বাসের সহকারী ও বেগম খালেদা জিয়ার সাবেক সিএসএফ সদস্য এনামুল হক (চোখে-মুখে জখম)।পাবনার, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস বিশ্বাস, ও শিমুল বিশ্বাসের গাড়ি ড্রাইভার।
দলীয় নেতা ও স্হানীয়রা আহতদের সঙ্গে সঙ্গে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে খবর শুনে হাসপাতালে সজনরা ও নেতা কর্মীরা ভীর জমায়।
পরিবার ও বিএনপির দলের পক্ষ থেকে আহতদের জন্য দেশ বাসীর কাছে দোয়া কামনা করেন।