পাবনা থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : পাবনা থেকে শফিকুল ইসলাম (৩০) ও জিয়াউল করিম (৩২) নামে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে শহরের মক্তবপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শফিকুলের বাড়ি শহরের মক্তবপাড়ায় ও জিয়াউলের বাড়ি নারায়ণপুর এলাকায়। পুলিশের দাবি, তারা তালিকাভুক্ত জেএমবি সদস্য।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তালিকাভুক্ত দুই জেএমবি সদস্য পাবনায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে শহরের মক্তবপাড়া থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা রয়েছে।