পাবনা শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ডেপুটি স্পীকার ক্ষিপ্ত

আসাদুজ্জামান বিকাশ : পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরের শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ ইতিমধ্যে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে। সুবর্ণ এই সময়টিকে স্মরনীয় রাখতে উৎসবমুখর আয়োজনে ৩রা ও ৪ঠা মার্চ পালিত হয় দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। শনিবার ৪ মার্চ ২০২৩ খ্রি. দ্বিতীয় দিনের অনুষ্ঠানের জাতীয় সঙ্গীত ও কোরআন তেলায়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও ৬৮ (পাবনা – ০১) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু বলেন; বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মাথা উচু করেছেন, ছাত্র-ছাত্রীদরে বছরের প্রথম দিন বিনামূল্যে বই উপহার ও উপবৃত্তি ব্যবস্থা করেছেন।

সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের উন্নয়ন কথা মনে করিয়ে দিয়ে তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার নির্দেশ দেন। এসময় ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু লক্ষ্য করেন শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী স্মরণিকায় ছাপানো একটি বিজ্ঞাপনে ভুলসহ অনুষ্ঠানে নানা বিশৃঙ্খলা নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর ক্ষিপ্ত হন। পরে অবশ্য অনুষ্ঠান স্বাভাবিক গতিতে চলে।

এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক ট্যারিফ কমিশন চেয়ারম্যান ড. মুজিবুর রহমান এবং জাতীয় গৃহায়ন এর যুগ্ম-সচিব কাজী মো. আতিউর রহমান, পাবনা জেলা পরিষদের সদস্য আলতাফ হোসেন, পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি – ২ এর জেনারেল ম্যানেজার মো. মজিবুল হক ও সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন সাঁথিয়ার উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ মাসুদ হোসেন।

জাকজমকপূর্ণ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আহবায়ক এর দায়িত্ব পালন করেন কাশীনাথপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মীর মনজুর এলাহী এবং সদস্য সচিব হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুন্ড ।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শহীদ বীর মু্ক্তিযোদ্ধ নূরুল হোসেন বাঁশি এর পরিবারের সদস্যবৃন্দ এবং অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর পরিবারবর্গ। কলেজের অধ্যক্ষ তরিত কুমার কুন্ড বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে পরিবারটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। অন্যোন্যদের মধ্যে আরও উপস্থি’ত ছিলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, কাশীনাথপুর প্রেস ক্লাব-৬৬৮২ পাবনা এর সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন বিশ্ববার্তার বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান টিপু, বাংলাদেশ টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, জাতীয় দৈনিক ক্রাইম পেট্রোল পাবনা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বিকাশ ও এস.এ. টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি মো. কামরুল, উক্ত অনুষ্ঠানে সাবেক কলেজ গভর্নিং বডির সদস্য ও বর্তমান সদ্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র কলেজের শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী ও কর্মচারীসহ বিভিন্ন স্তরের জনগন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন কলেজে জমিদানকারী পরিবারের সদস্যবৃন্দ। মধ্যাহ্ন ভোজনের খাবার ও স্মরণিকায় প্রকৃত অনেক ছাত্র- ছাত্রীর ছবি না থাকায় এবং যারা ছাত্র নয় তাদের ছবি ছাত্রছাত্রীর তালিকায় থাকা নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতি চারণ, প্রাক্তন ও বর্তমান ছাত্র- ছাত্রীর সাংস্কৃতিক পরিবেশনা ও অতিথি শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় আনন্দঘর পরিবেশে দিনটি পালন করা হয়।