পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনার ভেড়া উপজেলার স্থানীয়রা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া সিঅ্যান্ডবি মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে স্থানীয়দের সঙ্গে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
এ সময় তাদের ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’, ‘পাবনা-১-এর সীমানা কারো একক সম্পদ নয়’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘গণদাবি অমান্য হলে গণআন্দোলন হবে’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানবো না’, ‘বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে শুনা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তে বেড়া উপজেলাকে অন্যায়ভাবে পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করে পাবনা-২ আসনে যুক্ত করা হয়েছে। এতে বেড়াবাসীর ব্যবসা-বাণিজ্য ও সামাজিক সম্পর্ক বিঘ্নিত হচ্ছে। তারা দাবি করেন, বেড়া ও সাঁথিয়া উপজেলার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সংযোগ রয়েছে, যা এ সীমানা পরিবর্তনে ভেঙে ফেলা হয়েছে। অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, ‘সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ চলছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।