পাবনা-১ আসনে ভিপি শামসুর রহমানের মনোনয়নপত্র উত্তোলন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনয়নপত্র উত্তোলন করেছেন ভিপি শামসুর রহমান।

গতকাল মনোনয়নপত্র উত্তোলন শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, নির্বাচিত হলে এলাকাবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি শান্তিপূর্ণ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

ভিপি শামসুর রহমান বলেন, “আমি সাঁথিয়ার আলো-বাতাসে বড় হয়েছি। এখানকার কৃষ্টি, সংস্কৃতি ও মানুষের সঙ্গে আমি নিবিড়ভাবে জড়িত।” তিনি জানান, নির্বাচিত হলে তার এক নম্বর অগ্রাধিকার হবে এলাকাকে মাদকমুক্ত করা।

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে এলাকায় কোনো প্রকার জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি বরদাশত করা হবে না। সকল রাজনৈতিক দলের জন্য শান্তিপূর্ণ সহাবস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা হবে।”

আইনের শাসনের বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠাই হবে তার রাজনীতির মূল ভিত্তি। “কাউকে অন্যায়ভাবে হয়রানি করা বা বাঁকা চোখে দেখার কোনো জায়গা আমার রাজনীতিতে নেই,”—যোগ করেন তিনি।

ভিপি শামসুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থনে বিজয়ী হতে পারলে পাবনা-১ আসনে একটি সুস্থ ধারার রাজনীতি ও টেকসই উন্নয়নের মডেল প্রতিষ্ঠা করা সম্ভব হবে।