নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথের হামদর্দ পাবলিক কলেজের ছাত্রাবাসে পাম্প চুলা বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার বিকেলে রান্না করতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয় বাবুর্চি হুজ্জাতুন ইসলাম (৪০) ও তার সহকারী রাকিবুল হাসান (২৫)। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দুইজনের মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। তাদের নিবীড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।