
আন্তর্জাতিক ডেস্ক : সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে এক উত্তর কোরীয় কর্মকর্তা জানান, তার দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা কখনোই বন্ধ করবে না, যতক্ষণ না আমেরিকা তার আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করছে।
উত্তর কোরিয়ার ‘একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস’-এর ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস’-এর পরিচালক সোক চোল ওয়ান জানান, বাইরের কোনো কিছুতে প্রভাবিত না হয়েই তারা তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাবেন। তবে কখন চালানো হবে, তা নির্দিষ্ট করেননি তিনি।
তার দেশের পরমাণু সক্ষমতা বৃদ্ধিতে পরমাণু পরীক্ষা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। আর মার্কিন আগ্রাসী ও প্রতিকূল আচরণ চলতে থাকলে তারা কখনোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করবেন না।
এই বিরল সাক্ষাৎকারে ওয়ানকে সব বিষয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
তথ্যসূত্র: সিএনএন অনলাইন