রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রিসভা ও নিরাপত্তা কর্মকর্তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে প্রস্তাব তৈরি করার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র তিন দশকেরও বেশি সময় পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করলে মস্কো ‘সমান জবাব’ দেবে বলে সতর্ক করেছেন তিনি।
পুতিনের এই নির্দেশ আসে কয়েকদিন পর, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ১৯৯২ সাল থেকে চলা পরীক্ষার স্থগিতাদেশ তুলে দিয়ে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দেন।
বুধবার (৫ নভেম্বর) রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র বা ‘কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি’ (সিটিবিটি)-এর অন্য কোনো স্বাক্ষরকারী দেশ পারমাণবিক পরীক্ষা শুরু করলে রাশিয়াও বাধ্য হবে একইভাবে প্রতিক্রিয়া জানাতে।
পুতিন বলেন, এই বিষয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে নির্দেশ দিচ্ছি যেন তারা বিষয়টি নিয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করে এবং সম্ভাব্য প্রথম পদক্ষেপের জন্য সমন্বিত প্রস্তাব জমা দেয়—যেখানে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়া হবে।
উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে মস্কো-ওয়াশিংটনের মধ্যে
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তীব্রভাবে বেড়েছে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প গত মাসে হাঙ্গেরিতে নির্ধারিত পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেন এবং রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন—এটি তার জানুয়ারিতে পুনরায় দায়িত্ব নেওয়ার পর প্রথম এমন পদক্ষেপ।
গত ৩০ অক্টোবর ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দেন যেন তারা অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের সমান ভিত্তিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করে। এর কয়েকদিন আগেই তিনি রাশিয়ার সমালোচনা করেন ‘বুরেভেস্তনিক’ নামের পারমাণবিকচালিত ক্রুজ মিসাইল পরীক্ষার জন্য, যা একটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।
রুশ সেনাপ্রধানদের সতর্কবার্তা
বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য সামরিক হুমকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক প্রস্তুতি এমন পর্যায়ে রাখতে হবে, যা অগ্রহণযোগ্য ক্ষতি ঘটাতে সক্ষম।
বেলোসভ জানান, প্রয়োজনে রাশিয়ার আর্কটিক অঞ্চলের নভায়া জেমলিয়ার পরীক্ষাকেন্দ্র দ্রুত পারমাণবিক পরীক্ষা পরিচালনার উপযোগী করে তোলা সম্ভব।
রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভও সতর্ক করে বলেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের যথাসময়ে জবাব দেওয়ার সুযোগ হারাতে পারে রাশিয়া। আমরা যদি এখন উপযুক্ত ব্যবস্থা না নিই, তবে সময় ও সুযোগ দুটোই হারিয়ে যাবে।
বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেন, প্রস্তাব জমা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি পুতিন। তিনি যোগ করেন, এই আলোচনা মূলত ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাশিয়ার রক্ষামূলক অবস্থান এর অংশ।
বিশ্লেষকদের মতে, তিন দশকের বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা নিয়ে দুই পরাশক্তির এই নতুন তৎপরতা বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার নাজুক অবস্থাকে আরও উন্মোচিত করছে।


