পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

অস্তিত্ব সংকটে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি জানান, ইউক্রেন ইস্যুতে পরমাণু অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দেবে না মস্কো। খবর সিএনএনের।

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের একটি শিল্প এলাকায় রুশ বিমান হামলা ঘটেছে। মঙ্গলবার ভয়াবহ এই হামলার ড্রোন ফুটেজ প্রকাশ করে ইউক্রেন সেনাবাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ বিমান হামলায় ধ্বংসের নগরী এখন মারিউপোল। শহরটির প্রায় এক লাখ বাসিন্দা প্রয়োজনীয় খাবার ও পানির তীব্র সংকটে রয়েছে বলেও দাবি করেন তিনি।

যুদ্ধ বন্ধে একটি সমঝোতার লক্ষ্যে প্রায় প্রতিদিনই রাশিয়ার সঙ্গে বিভিন্ন পর্যায়ে আমাদের প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আপাতত আলোচনা কঠিন বলে মনে হলেও, আমরা ধাপে ধাপে সামনে এগোতে চাই।