আন্তর্জাতিক ডেস্ক : পারস্পরিক বিভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিকেলে থ্যাংকস গিভিং বা ধন্যবাদ দিবস উপলক্ষে দেয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ ডাক দিয়েছেন।
গত ৭ নভেম্বর শেষ হওয়া নির্বাচনী প্রচারণাকে ‘সুদীর্ঘ ও বিবর্ণ’ হিসেবে উল্লেখে করে ট্রাম্প বলেন, এতোদিন দেশ ছিলো পুরো আবেগী।
তিনি বলেন, ‘এই থ্যাংকস গিভিং ডে’তে আমার প্রার্থণা, আমরা আমাদের বিভক্তি দূর, উদ্দেশ্য ও খুবই সাধারণ সংকল্পকে ভাগাভাগির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব।’
প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে ট্রাম্প নাগরিকদের মধ্যে আস্থার সম্পর্কে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘কারণ আমেরিকা যখন ঐক্যবদ্ধ হবে আমাদের নাগালের বাইরে কিছুই থাকবে না। আমি বলতে চাই কোনো কিছুই না।’
এর আগে মঙ্গলবার ট্রাম্প তার প্রশাসনের জন্য প্রথমবারের মত দুই নারীকে নিয়োগের ঘোষণা দিয়েছেন।
সাউথ ক্যারোলিনার গভর্নর নিকি হেইলিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং রিপাবলিকান দলের বেটসি ডেভোস শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পাচ্ছেন। অথচ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় এরা দুজনই ছিলেন তার সমালোচক। অভিবাসন নীতি নিয়ে তর্কে জড়িয়ে হেইলি বলেছিলেন, তিনি ট্রাম্পের ভক্ত নন। আর ডেভোস ‘অবাঞ্ছিত’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্পকে।