পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই শাহিদুল ইসলাম (২৮) খুন হয়েছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিদুল ইসলাম উপজেলার পদুমশহর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে শাহিদুলের সঙ্গে ছোট ভাই লিটনের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বুধবার দিনগত গভীর রাতে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই লিটন ক্ষিপ্ত হয়ে শাহিদুলকে ছুরিকাঘাত আঘাত করে। স্বজনেরা শাহিদুলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাঘাটা থানার অফিসার কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, শহিদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।