আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ১০ সেপ্টেম্বর শনিবার রাত ৯টার দিকে হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ি পানের বরজের পাশের কবরস্থানে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় আজিজুল (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিহত আজিজুল (৪৫)উপজেলার মমিনপুর ইউনিয়নের দোগলগাছী দামুয়াপাড়া গ্রামের মৃত ফরিজ উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল। গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে ধারণা করছেন এলাকাবাসী। ঘটনার পর পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তার পবিবারের লোকজনের কাছে নিহতের লাশ হস্তান্তর করেন । এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।