আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে কুখ্যাত বকুল বাহিনীর প্রধান বকুলকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। তার নামে ডাকাতি, ছিনতাই, চুরি, সন্ত্রাস, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। জানযায়, নিহত বকুল রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৪ নম্বর বিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে। পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চরক ডাঙ্গা কালিকাপুর খামার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পিছন থেকে রবিবার রাত ১টা ৩০ মিনিটে বকুলকে গ্রামের চৌকিদার দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পার্বতীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, ডাকাতি, ছিনতাই, চুরি, সন্ত্রাস, মাদক ব্যবসাসহ একাধিক মামলার আসামী বকুলকে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সোমবার ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পিতা আবু বক্কর ছিদ্দিক পার্বতীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।