আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পি ডাব্লিউ এ) এর আয়োজনে দিনাজপুরের পার্বতীপুর ভবানীপুর ডিগ্রী কলেজ ক্যাম্পাসে শনিবার বেলা ১১টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ রায় সরকার এর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর মন্ত্রী আলহাজ্জ্ব এ্যাড: মেস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম তরিকুল আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা মান্নান কবির, পুলিশ সুপার হামিদুল আলম, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফতার মাহমুদুর রহমানসহ কলেজের শিক্ষক শিক্ষাথী, নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ। পরে ক্যাম্পাসে মাদক বিরোধী সচেতনা এবং মাদকের কুফল জানানোর জন্য চিত্র প্রদর্শনী করা হয়।