আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো জাপানের কোনো প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে সফর করতে যাচ্ছেন। চলতি মাসের শেষ নাগাদ প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে মার্কিন এই নৌ ঘাঁটিতে যাবেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপে যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেছিল জাপান। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের পর জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্রতার সম্পর্ক হলেও এ পর্যন্ত দেশটির কোনো প্রধানমন্ত্রী পার্ল হারবারে যাননি। চলতি বছরের শুরুতে দায়িত্বরত অবস্থায় প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা সফর করেছিলেন বারাক ওবামা। এই হিরোশিমাতেই যুদ্ধের শেষ দিকে আনবিক বোমা ফেলেছিল আমেরিকা। ওবামা হিরোশিমার স্মৃতিসৌধে গেলেও বোমা হামলার বিষয়ে ক্ষমা চাননি কিংবা তিনি এ বিষয়ে কোনো কথাও বলেননি।
ওবামার মেয়াদের সর্বশেষ সম্মেলন উপলক্ষে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর আমেরিকার যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী। ওই সময় তিনি পার্ল হারবার সফর করবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।