আন্তর্জাতিক ডেস্ক : পুনরায় দখল করে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে সিরিয়ার পালমিরা শহর থেকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের পিছু হটে যেতে বাধ্য করেছে রুশ বাহিনী।
রুশ ও স্থানীয় কর্মীরা জানান, রুশ বাহিনীর ব্যাপক বিমান হামলার মুখে আইএস পালমিরা শহরের উপকন্ঠে পিছু হটে যায়।
এদিকে সিরিয়ার সেনাবাহিনী পলমিরা শহরে তাদের সেনা শক্তি বাড়িয়েছে। আলেপ্পো থেকে সৈন্য সরিয়ে এনে সিরিয়া বাহিনী তাদের শক্তি বৃদ্ধি করে।
প্রতœতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ পালমিরা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। ২০১৫ সালের মে মাসে প্রথম পালমিরা দখল করে আইএস। বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত অনেক স্থাপনা ধ্বংস করে দেয় তারা।
এ বছরের মার্চে আইএস জঙ্গিরা আইএসের নিয়ন্ত্রণ হারায়। এরপর এ সপ্তাহের প্রথম দিকে তারা ফের অভিযান শুরু করে। পালমিরা শহরে তারা প্রবেশ করে শনিবার। কিন্তু বেশি সময় নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজার্ভেটোরি ফর হ্উিম্যান রাইটস বলেছে, রুশ বাহিনীর ব্যাপক বোমা বর্ষণের ফলে জঙ্গিরা পিছু হটে যেতে বাধ্য হয়।