পালিত সন্তান বলায় যোগ্য জবাব দিলেন সুস্মিতা সেনের কন্যা

সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেনের এক মাত্র কন্যা রেনে সেন। রেনে সেনকে সুস্মিতা গর্ভেধারণ করেনি। একমাত্র কন্যা সন্তানকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে ছিলেন সুস্মিতা।

রেনে সেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন শর্টফিল্ম ‘সুট্টাবাজী’-মাধ্যমে।

ফেসবুকের নতুন ট্রেন্ড ‘আস্ক মি এনিথিং’ -এ এক কৌতুহলী নেটিজেন প্রশ্ন করেছিলেন রেনে তার জন্মদাত্রী মায়ের পরিচয় জানেন কি?

রেনে উত্তরে বলেন, তার জন্মদাত্রী সুস্মিতা সেন যিনি তাকে নিজের হৃদয় থেকে জন্ম দিয়েছেন। রেনে জানিয়েছেন, তিনিও ভবিষ্যতে মা সুস্মিতার মতোই দত্তক নেবেন কন্যাসন্তান। শৈশবে রেনে একবার সুস্মিতাকে জিজ্ঞাসা করেছিলেন, তার জন্ম কিভাবে হয়েছে! তখন সুস্মিতা উত্তর দিয়েছিলেন, রেনে তার হৃদয় থেকে জন্ম নিয়েছেন। এদিন রেনেও একই উত্তর দিয়ে প্রমাণ করে দিলেন তিনি সুস্মিতার মেয়ে।

এই প্রশ্নের সম্মুখীন এই প্রথমবার হয়নি রেনে আগেও বিভিন্ন সাক্ষাৎকারে এধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে।

একবার এক সাক্ষাৎকারে রেনে জানান, জননী ও পালিতা মায়ের মধ্যে পার্থক্য হয় কিনা তিনি জানেন না। কারণ ‘দত্তক’ তার কাছে একটি শব্দ ছাড়া আর কিছুই নয়।

প্রসঙ্গত, রেনে আঠেরো বছরে পা দিলে সুস্মিতা রেনের হাতে তুলে দিয়েছিলেন দত্তক সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং বলেছিলেন, রেনে চাইলে নিজের জন্মদাতা পিতা-মাতার খোঁজ করতে পারেন। আর এ বিষয়ে সুস্মিতা তাকে সাহায্য করবেন। তাদের খোঁজ পেলে রেনে যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেবেন সুস্মিতা। কিন্তু রেনে সমস্ত কাগজ সুস্মিতাকে ফেরত দিয়ে বলেছিলেন, তার মায়ের নাম সুস্মিতা সেন এবং এই মুহূর্তে তিনি তার সঙ্গেই রয়েছেন। তার জীবনে আর কারও প্রয়োজন নেই। রেনে বলেছেন, হয়তো তার জন্মদাতা পিতা-মাতা কোনো পরিস্থিতির শিকার হয়ে তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিলেন। তাদের রেনে অশ্রদ্ধা করেন না। কিন্তু সুস্মিতা তার পৃথিবী। নিজের পৃথিবীকে ছেড়ে চলে যেতে চান না রেনে।