
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গিরা পালিয়েছে। একই সঙ্গে তাদের নির্মূলে কাজে করে যাচ্ছে পুলিশ। আর নিয়মিত খেলাধুলা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।
শুক্রবার বনানী চেয়ারম্যান বাড়ী মাঠে ফুটবল ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বক্তব্যে আরও বলেন, ‘ফুটবল আমাদের গ্রামবাংলার প্রিয় খেলা। যদিও এ জায়গা এখন ক্রিকেট দখল করেছে। পুলিশ বাহিনী খেলাধুলা বিকাশে সর্বদা কাজ করে যাচ্ছে। খেলাধুলা হতে পারে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধান হাতিয়ার ।’
উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা হামলা করে। মানুষকে রক্ষার জন্য বনানী থানার ওসি সালাউদ্দিন খান ও এসি রবিউল করিম তাদের জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের শ্রদ্ধা জানাই। জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকায় তারা পালিয়েছে। একই সঙ্গে জঙ্গি নির্মূলের কাজও চলছে। এ দেশে জঙ্গিদের কোনো স্থান নেই। খেলাধুলা মানুষের মাঝে আত্মার সম্পর্ক তৈরি করে। একই সঙ্গে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রম যারা করে তারা যে দল ও গোষ্ঠীরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।’