পাসপোর্টের নাম পরিবর্তন খুলে দিলো ভাগ্যের চাকা

ছোট বেলায় বাবাকে হারানো নুরুল আমিন ৮ম শ্রেণি পাশের পর পাড়ি জমান বিদেশে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সৌদির রিয়াদের উদ্দেশ্যে পাড়ি জমিয়ে শুরু করেন তার অজানা জীবন। সেখানে থাকাকালীন অবস্থায় পরিবর্তন করেন তিনি তার পাসপোর্টের নাম। হয়ে যান নুরুল আমিন থেকে আব্দুর রহমান।

শুধু নিজের নামই নয়, পরিবর্তন করেছেন পিতার নামও। মনির হোসেন থেকে এখন তা মনির আহমেদ। তবে তার এই নাম পরিবর্তন সন্দেহজনক হলেও এ ব্যাপারে কেউ কোন প্রশ্ন তোলেননি এতোদিন।

নুরুল আমিন তার এই বিদেশ জীবনে ৫ জনেরও বেশী ব্যক্তিকে পাইয়ে দিয়েছেন বিদেশ পাড়ি দেবার স্বর্ণ সুযোগ। তাদের কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের টাকাও।

মানবপাচারকারী চক্রের সাথে জড়িত কিনা তা নিশ্চিত করা না গেলেও, তিনি দেশীয় মোবাইল ব্যাংকিং বিকাশ ও অন্যান্য পথে হুন্ডির মাধ্যমে যে টাকার লেনদেন করেন তা নিশ্চিত করেছেন অনেকে।

তার পাশাপাশি থাকা অনেকই তার অর্থ উপায়ের পথ নিয়ে শঙ্কিত। তার বিদেশ জীবনে তিনি তার বড় ভাই রুহুল আমিনের ব্যাংক একাউন্টের মাধ্যমে লেনদেন করেছেন কোটি কোটি টাকা। দেশে গড়েছে বিপুল পরিমান সম্পদের পাহাড়।

গাজীপুরের খাইলকুর মৌজায় নুরুল আমিন নামে দুটি বাড়ি, কলমেশ্বর মৌজায় আব্দুর রহমানের নামে একটি বাড়িসহ আশুলিয়া, যাত্রাবাড়ী, ধলপুর, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি ও বগুড়ায় তার নামে সম্পত্তির তথ্য পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, তিনি যেভাবে সম্পদের পাহাড় গড়েছেন তা বিদেশ গিয়ে চাকরি করে কেন, দেশেরে কোন শিল্পপতিরও নেই।

অনেকে আবার তার আরবিভাব নামের যোগসুত্রের চেষ্টা করছেন তালেবানদের সাথে। ধারণা করছেন যে, তাদের হয়ে কাজ করছেন কিনা এই নুরুল আমিন।

বর্তমানে তিনি দেশে অবস্থান করে নিজের ছোট বোন ও ভগ্নীপতির সাথে জড়িয়েছেন বিবাদে। উত্তরা তুরাগ থানায় উপস্থিত হয়ে বিবাদের মীমাংসা করেছেন তিনি। এসময়ে তার সাথে ছিল নামধারী স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা কর্মী।

সূত্র থেকে জানা যা, দীর্ঘদিন দেশে অবস্থান করা নুরুল আগামী ৬/৯/২১ইং তারিখে পুনরায় সৌদির উদ্দেশ্যে রওনা করবেন। তবে যেহেতু বর্তমানে আফগানিস্তান তালেবানদের দখলে, তাই তার দেশ ত্যাগের পুর্বে তার বিষয়ে ক্ষতিয়ে দেখার দাবী করছেন অনেকেই। যদি সত্যিই তার অর্থের উৎস তালেবান হয়ে থাকে তাহলে এটা হবে দেশের জন্য একটা বড় হুমকি।