নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী শব্দটিকে বিকৃত করে ক্ষুদ্র নৃ গোষ্ঠী` বলে আখ্যায়িত করা হয়েছে। যার কারণে শান্তি চুক্তি সম্পাদনের পরও পাহাড়ী জনপদে অস্থিরতা রয়ে গেছে।
পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা বিপ্লবী মানবেন্দ্র নারায়ন লারমার ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত `বিপ্লবী লারমা: তুমি চির দীপ্যমান প্রজন্ম থেকে প্রজন্মে` শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘১৯৭২ সালে সংবিধান রচনা করার সময় আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার একটা সুযোগ ছিলো কিন্তু তা করা হয়নি। পরবর্তী সময়ে বেশ কয়েকবার সাংবিধান সংশোধন করার মাধ্যমে সেই ভুল সংশোধন করার সুযোগ এলেও আমরা তা করতে পারিনি।’
তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তানি শাষকচক্রের শোষণ নির্যাতন আর নিষ্পেষনের বিরুদ্ধে ছিলো না। এটা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সারাদেশের মানুষের সুখে শান্তিতে বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই স্বপ্ন আজো বাস্তবায়িত হয়নি। যারা পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দুশ্চিন্তামগ্ন এবং ভাবেন তাদের বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক, তাই সেখানকার সমস্যাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।’
কবি মুহাম্মদ সাসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আখতার, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মাকসুদ, প্রফেসর সাদেকা হালিম, জেএসএস`র শক্তিপদ ত্রিপুরা।