
নিউজ ডেস্ক : পাহাড় কেবল ভারসাম্যই রক্ষা করেনা, প্রকৃতির মাঝে মেলে ধরে এক নান্দণিক সৌন্দর্যের মনকাড়া অবয়ব- যা দেখে আমরা সার্থক করি আমাদের নয়ন ও মন। তাই আমাদের কাছে পাহাড়েরও আছে দাবি। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল পার্বত্য অঞ্চল। নানা কারণে পিছিয়ে পড়া পার্বত্যবাসীর জীবনধারা এবং জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় পর্বতের অবদান ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানো সমসময়ে অত্যন্ত জরুরী।
আন্তর্জাতিক পর্বত দিবস আজ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় চতুর্থবারের মতো জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করছে। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচী। এবারের দিবসটি প্রতিপাদ্য হচ্ছে, ‘পাহাড়ি সংস্কৃতি : বৈচিত্র্য উদযাপন ও আত্মপরিচয় জোরদার’ ।
পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য পার্বত্য এলাকার মানুষের জীবনযাপন, কৃষ্টি ও ঐতিহ্য দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের মূল্যবান সম্পদ এবং তা লালন ও সংরক্ষণ করা আমাদেরই দায়িত্ব। তাই দিবসটি পালনের মধ্য দিয়েই হতে পারে পার্বত্য এলাকার উন্নয়নে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচন। পার্বত্য এলাকার মানুষের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক জীবনমান উন্নয়নসহ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি হতে পারে আরও সুদৃঢ়।
পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যত্ সামনে রেখে জাতিসংঘ ২০০৩ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর বিভিন্ন দেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। বাংলাদেশে তৃতীয়বারের মতো দিবসটি উদযাপন হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পর্বতারোহণ পণ্যের প্রচারণা’।
মানুষের জীবনে পাহাড় ও পর্বতের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবনের সঙ্গে এই পর্বতশ্রেণি ও পার্বত্যাঞ্চলের মেলবন্ধন তৈরির জন্য আন্তর্জাতিক পর্বত দিবস একটি দারুণ উপলক্ষ। এই অংশীদারিত্ব পৃথিবীর সব পার্বত্যাঞ্চলের মানুষের জন্যই ইতিবাচক।
পৃথিবীর প্রায় এক দশমাংশ মানুষ পার্বত্য অঞ্চলে বসবাস করেন। পর্বতমালা বিশ্বকে তার প্রয়োজনের প্রায় অর্ধেক স্বাদু পানি সরবরাহ করে, বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী ধারণ করে। প্রাকৃতিক দুর্যোগ জলবায়ুর পরিবর্তন, দারিদ্র্য ও খাদ্যের অপ্রতুলতাসহ বিভিন্ন ঝুঁকি থেকে অনগ্রসর পার্বত্য অঞ্চলের উন্নয়নে সকল রাষ্ট্ররই এগিয়ে আসা জরুরী।
অন্যদিকে বর্তমান বিশ্বে পাহাড়ি এলাকায় উৎপাদিত উচ্চগুণগত মানসম্পন্ন পণ্য যেমন কফি, কোকো, মধু, ভেষজ, মসলা বা হস্তশিল্পজাত দ্রব্যের চাহিদা স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পরিপ্রেক্ষিতেই এবারের প্রতিপাদ্য বিষয় ‘পার্বত্য পণ্যের উৎসাহ প্রদান’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, ‘বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, অধিবাসীদের বর্ণাঢ্য জীবনাচার মিলে পার্বত্য এলাকা বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্যমন্ডিত অঞ্চল। বর্ণিল লোকাচার কৃষ্টি-ঐতিহ্যে এ অঞ্চল কেবল বাঙালিদের নয়, বিশ্বাবাসীকে দুর্বার আকর্ষণ করে।’
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী বিভিন্ন পাহাড়-পর্বতের সাথে ধর্মীয় মিথ জড়িয়ে আছে। মাউন্ট অলিম্পাস, সিনাই পর্বত, মাউন্ট এথোস, হলি বুদ্ধিস্ট মাউন্টেন সেই মিথকে স্মরণ করিয়ে দেয়। প্রকৃতির সাথে বসবাস করে পার্বত্য এলাকার জনগণ যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ করছে তেমনি তারা পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে পার্বত্য অঞ্চলের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন।
পৃথিবীর প্রায় এক-দশমাংশ মানুষ পার্বত্য অঞ্চলে বসবাস করেন। পার্বত্য অঞ্চলের মানুষের জীবন অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। পর্বতমালা, নদ-নদী, বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এ অঞ্চলকে এমন বৈচিত্র্যময় করেছে। তাই দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এ অঞ্চলের উন্নয়ন করা একান্ত প্রয়োজন।’
শেখ হাসিনা বলেন, ‘মানুষের জীবনে পাহাড় ও পর্বতের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবনের সাথে এই পর্বত ও পার্বত্য অঞ্চলের মেলবন্ধন তৈরির জন্য আন্তর্জাতিক পর্বত দিবস একটি অন্যতম উপলক্ষ।’
আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলের গুরুত্ব অনুধাবন করে এ অঞ্চলের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তি করেছি, যা এ অঞ্চলে শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছে। আমরা পার্বত্যবাসীর জীবনমানের উন্নয়নে বনায়ন, জীববৈচিত্র্যের উন্নত ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের এ সকল পদক্ষেপের ফলে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, মোবাইল নেটওয়ার্কসহ প্রতিটি সেক্টরে আমূল পরিবর্তন হয়েছে।’