
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে পাহাড়ের ক্ষয়রোধে নগরীর বাটালি হিলে বিন্না ঘাস লাগালেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধরন। দ্রুত বর্ধনশীল ও জলবায়ু সহিষ্ণু বিন্না ঘাস লাগিয়ে ভূমিক্ষয় ও পাহাড় ধসের ঝুঁকি কমানোর চেষ্টা করা হচ্ছে।
‘বাংলাদেশ-থাইল্যান্ড ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর আওতায় দেশে প্রথমবারের মতো ‘ভেটিভার সেন্টার’ এর উদ্বোধন করেন থাই রাজকন্যা। বুধবার দুপুরে নগরীর বাটালি হিলে প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন ও থাইল্যান্ডের সাইপাতানা ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের দেশ বাংলাদেশ। অতি বৃষ্টির কারণে পাহাড়ক্ষয় হয়। পাহাড়ধসে অনেক মানুষ মারা যায়। এই পাহাড় ক্ষয়রোধে বিন্না ঘাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
থাই রাজকন্যা চট্টগ্রাম সফরকালে নগরীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিন্না ঘাষ লাগানোর প্রকল্প উদ্বোধনের পর তিনি চট্টগ্রামের আগ্রাবাদে জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রামের ঐতিহ্য কোর্ট বিল্ডিং, সিআরবি এলাকা পরিদর্শন করেন।