পা ফুলে গেছে: মিমি

তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ত সময় পার করছেন নির্বাচনীর প্রচার নিয়ে।

এরই মধ্যে প্রথম দফার ভোট শেষ হয়েছে, বৃহস্পতিবার (১ এপ্রিল) চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

এই তারকা প্রচারক গত সপ্তাহে এমনই এক প্রচারণায় গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। চোট তেমন গুরুতর না হলেও বিশ্রাম করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু নির্বাচনের চাপে এই তৃণমূল সাংসদ বিশ্রাম নেয়ার সময় পাননি। একের পর এক সভা করার জন্য তাকে বাইরে বের হতে হয়। এতেই তার চোট পাওয়া পা ফুলে ঢোল হয়ে যায়। রাতে বাড়ি ফিরে গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যায় মিমিকে। সেই দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দুঃখের ইমোজি দিয়ে লিখেছেন, ‘ফুলে গেছে।’