পিএসএলের পর্দা উঠছে আজ

জমকালো আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। চলবে আগামী ১৮ মে পর্যন্ত। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।

পাকিস্তান সুপার লিগের ইতিহাসে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘পিএসএল শুরু হলে আইপিএল দর্শক হারাবে’— এমন মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী।

দশম আসরের প্রথম দিন থেকেই ইন্টারনেট আর টিভি পর্দায় চোখ থাকবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। কারণ উদ্বোধনী ম্যাচেই লাহোরের জার্সিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কি না, তা সময় বলে দেবে।

এছাড়াও বাংলাদেশের লিটন দাস এবং নাহিদ রানাও এ আসরে খেলবেন। লিটন দাস খেলবেন করাচি কিংসে ও নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে।

টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী, ১৮ মে লাহোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পিএসএল দশম আসরের এই সময়সূচি ঘোষণা করে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের বলেছেন, আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয়।

এবারে টুর্নামেন্টটিতে অংশ নেবে ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, মুলতান সুলতানস ও করাচি কিংস।