ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। শুক্রবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে ফিফটি করেন তামিম।
আবুধাবির শারজা ক্রিকেট গ্রাউন্ডে পেশোয়ার ও কোয়াটার বিপক্ষে ম্যাচটিতে একটু পর পরই হানা দিচ্ছিল বৃষ্টি। এজন্য কয়েকবার মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছে খেলোয়াড়দের। তবে বৃষ্টিবিঘ্নিত এই দিনে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তামিম। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেনে বাঁহাতি এ ওপেনার।
হায়দরাবাদে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে হাসেনি তামিমের ব্যাট। দুই ইনিংসে ব্যাট করতে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে পাকিস্তান সুপার লিগে আক্রমনাত্মক ব্যাটিংয়ে আবারও নিজেকে জানান দিলেন তামিম।
শুক্রবার কোয়েটার বোলার জুলফিকার বাবরের করা ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলটিকে ডিপ মিডউইকেট অঞ্চলের উপর দিয়ে ওভার বাউন্ডারিতে ফিফটি তুলে নেন তামিম। ৪১ বল মোকাবেলায় ফিফটি করতে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান বাংলাদেশের সেরা এ ওপেনার।