ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃহস্পতিবারের একমাত্র ম্যাচে করাচি কিংসয়ের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ-সরফরাজদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দুবার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।
কোয়েটার হয়ে প্রথম ম্যাচেই ব্যাট হাতে ২০ বলে অপরাজিত ২৯ রানের ছোট্ট ঝোড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। পরের দুই ম্যাচে ব্যাটিং পাননি, বল হাতে নিয়েছেন একটি উইকেট।
পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কোয়েটা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে সবার নিচে করাচি।
কুমার সাঙ্গাকারার নেতৃত্বে করাচির হয়ে খেলছেন টি-টোয়েন্টির মহাতারকা ক্রিস গেইলও। তবে এবারের পিএসএলে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং-দানব। পাঁচ ম্যাচে তার রান মাত্র ৩০, সর্বোচ্চ ১১!