বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটিতে চারজন সদস্যকেও নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
পিএসসির চেয়ারম্যান হলেন মোবাশ্বের মোনেম
নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন- ড. নুরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, ড. মো. নাজমুল আমিন মজুমদার ও মো. সুজায়েত উল্লাহ।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।