মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট নামক স্থানে ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। নিহত দুই তরুণ দীর্ঘদিনের বন্ধু ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলটি কুলাউড়া অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর থেকেই ওই এলাকায় ঘন কুয়াশা ছিল, যে কারণে সড়কে যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। কম দৃশ্যমানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা মনে করছেন। পাশাপাশি, দুর্ঘটনার সময় উভয় যানবাহনেরই গতি তুলনামূলক বেশি ছিল।
কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


