
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের পটিয়া থানার বাইপাস সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপের অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারসহ পিকআপটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, মাদক ব্যবসায়ীরা একটি পিকআপে বিপুল পরিমাণ মাদক নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে পটিয়া বাইপাস সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব। এসময় একটি পিকআপ চেকপোস্টের সামনে থামে। তখন দুজন পালাতে চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, পিকআপ চালক কক্সবাজারের কুতুপালং এলাকার মৃত নুরুল আলমের ছেলে নুরুল আলম (২৬) ও গাড়ির হেলপার একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. কাইসার উদ্দিন (২০)।
র্যাবের এ কর্মকর্তা জানান, আসামিদের কাছ থেকে তথ্য পেয়ে পিকআপের উপরে রাখা একটি অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পিকআপটিও (চট্ট-ন-১১-৬৫৬২) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯০ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।