
চলতি বছরের ৩০ এপ্রিল মুক্তির অপেক্ষায় ছিল কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির অভিনীত নতুন সিনেমা ‘চেহেরে’। অমিতাভ-ইমরানের পাশাপাশি সিদ্ধান্ত চতুর্বেদী, অন্নু কাপুর, রঘুবীর যাদবের মতো বড় সব অভিনেতার অভিনীত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই বেশ আলোচনা চলছিল।
তবে সিনেমা প্রেমীদের জন্য সুখবর রয়েছে। এগিয়ে আনা হয়েছে এর মুক্তির তারিখ। সবকিছু ঠিক থাকলে আসছে এপ্রিলের ৩ তারিখে মুক্তি দেয়া হবে ‘চেহেরে’।
করোনার কারণে অক্ষয় কুমারের সিনেমা ‘সূর্যবংশীর’ মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয় ৩০ এপ্রিল। অক্ষয়ের এই সিনেমার সঙ্গে নিজের সিনেমা মুক্তি না দিতে চাওয়ার কারণে পরিচালক রুমি জাফরি তার ‘চেহেরে’র মুক্তি এগিয়ে আনলেন।
উল্লেখ্য, চলতি বছর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মাঝে অন্যতম ‘চেহরে’। এ সিনেমা দিয়েই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি।