
প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের আদেশ প্রদানের তারিখ আগামী রোববার ধার্য করেছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্র্যাট বাকী বিল্লা এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
আজ আদালতে বেলা ১২টায় শুরু হয়ে দুপুর ১:১৫ পর্যন্ত শুনানি চলে।
এরপর বিচারক জানান, নথিপত্র যাচাই-বাছাই করে তিনি ওই আবেদনের ওপর আদেশ জারি করবেন।
পরে বিকেল ৪টার দিকে ঘোষণা করা হয়, আগামী রোববার ওই আদেশ প্রদান করা হবে।
গত মঙ্গলবার রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের আইনজীবীরা তার জামিন আবেদন জানান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই দিন রোজিনার রিমান্ড আবেদন নাকচ করেন এবং জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন। এরপর আদালতের নির্দেশে রোজিনাকে কারাগারে পাঠানো হয়।
গত সোমবার (১৭ মে) অনুমতি ছাড়া দাপ্তরিক নথিপত্রের ছবি তোলার অভিযোগে রোজিনা ইসলামকে প্রায় পাঁচ ঘণ্টা যাবত সচিবালয়ে আটকে রাখা হয়। রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়।
প্রথম আলোর এই জ্যেষ্ঠ প্রতিবেদককে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন সাংবাদিক সংগঠন; সামাজিক মাধ্যমেও অনেকে সরব রয়েছেন। উদ্বেগ প্রকাশ করা হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে।