
সচিবালয় প্রতিবেদক : বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মো. শফিকুল ইসলামের চুক্তির মেয়াদ দু্ই বছর বাড়িয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলামের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৩ জানুয়ারি ২০১৮ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়ানো হলো।
পৃথক প্রজ্ঞাপনে শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আশরাফুল আলম পপলু।