পিপাসার্ত এক হাতি রীতিমতো তাণ্ডব চালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পিপাসা পেলে কারই বা মাথা ঠিক থাকে বলুন! আর সেটা যদি হাতি হয় তাহলেতো কোনো কথাই নেই। ভারতের কেরালা রাজ্যের কাঞ্জিসুডি গ্রামে পিপাসার্ত এক হাতি রীতিমতো তাণ্ডব চালিয়েছে।

গ্রামবাসী জানিয়েছে, ওয়ালিয়ার জঙ্গল থেকে হাতিটি পানি খুঁজতে খুঁজতে লোকালয়ে চলে আসে। আসার পথে সে যা পেয়েছে তা-ই দুমড়েমুচড়ে দিয়েছে। স্থানীয় একটি দ্বিতল বাড়ি থেকে হাতির মত্ততার কিছু অংশ ভিডিও করা হয়েছে। এতে দেখা গেছে, মত্ত হাতিটি রাস্তা দিয়ে ছুটে আসছিল। এসময় এক মোটর সাইকেল আরোহীকে সামনে পেয়ে সে তাড়া দেয়। প্রাণ বাঁচাতে ওই ব্যক্তি তার মোটরসাইকেল ফেলেই দৌড় দেয়া শুরু করেন। পরে তিনি একটি বাড়িতে যেয়ে আশ্রয় নেন।

ভিডিওতে ভীতসন্ত্রস্ত স্থানীয়দের বলতে শোনা গেছে-‘এটা এখানে কী করে এলো? কেউ শব্দ করো না, একে যেতে দাও, চুপ কর চুপ কর।’

হাতিটি যা তাণ্ডব চালানোর সেটা রাস্তাতেই করেছে। তবে সৌভাগ্যবশতঃ কেউ হতাহত হয়নি।

ভিডিও :

https://youtu.be/paX9CPkecd0