
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগকর্মী সাকিব হাওলাদার (১৮) মারা গেছেন।
রোববার ভোর ৪টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যান।
নিহত সাকিব হাওলাদার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের মৃত আলতাব হাওলাদরের পুত্র।
পিরোজপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সিকদার মাহমুদ জানান, আহত সাকিব হাওলাদারের মাথায় আঘাতের কারণে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, গতকাল শনিবার রাত ৯টার দিকে কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা এলাকা থেকে সাকিবসহ আরো দুইজন কদমতলায় তাদের বাড়ি ফিরছিলেন। তারা ইজাড়ায় পৌঁছালে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যান।
তিনি জানান, ইউনিয়ন ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।