পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের মৃতদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর ডুবরি দল।
আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে বরিশালের ডুবরি দল শহিদুল ইসলামের (৫০) মৃতদেহ সন্ধ্যা নদী থেকে উদ্ধার করে। তিনি নেছারাবাদ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।
সকালে মিয়ারহাট ট্রলার ঘাট থেকে স্বরূপকাঠী শহরের উদ্দেশে ছেড়ে আসা ট্রলারটি অতিরিক্তি কুয়াশার কারণে অন্য একটি ট্রলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২/১৩ জন যাত্রীর মধ্যে শহিদুল ইসলাম ছাড়া সকলে সাঁতরে তিরে ওঠে।
বরিশাল দমকল বাহিনীর ডুবুরিরা এসে নিখোঁজ শহিদুল ইসলামের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
নেছারাবাদ থানার ওসি মনিরুল ইসলাম জানান, শহিদুল ইসলাম উপজেলার মিয়ারহাটের মৃত আবুল কালাম মিয়ার ছেলে। দুপুর ১২ টার দিকে বরিশাল দমকল বাহিনীর ডুবুরিরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।