পিরোজপুরে স্কুল শিক্ষক গৌরাঙ্গ লাল সাহার লাশ উদ্ধার

পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে স্কুল শিক্ষক গৌরাঙ্গ লাল সাহার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর পৌর এলাকার ভারানী খাল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত গৌরাঙ্গ লালের বাড়ি পৌর এলাকার রাজারহাটে। তিনি শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

গৌরাঙ্গ লালের নাতি মিঠুন সাহা জানান, মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৌরাঙ্গ লালকে দেখে নেওয়ার হুমকি দেন একই এলাকার আনসার। পরে দুপুরে গৌরাঙ্গ লাল বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, সকালে খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আনসার ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।