
মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে, শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্মনিবন্ধনের জন্য কোনো ফি নেওয়া হয় না। শিশুদের ৫ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের ওপরে সব বয়সীদের জন্য ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করেছে বাংলাদেশ সরকার।
সরকারের এই নিয়ম মানছেন না পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, ওমর ফারুক,রাব্বি ও পবিন চন্দ্র। সরকারী নিয়মে ৫০ টাকার জায়গায় ২৫০ থেকে ৩০০/৪০০/৫০০/ এমনকি ১০০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন বলে অভিযোগ করছেন ওই ইউনিয়নে বাসিন্দারা। সরেজমিনে গিয়ে জানা যায়, সরকারি নিয়ম উপেক্ষা করে জন্ম সনদের জন্য ৮নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে ।
সেই সাথে উদ্যোক্তাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ ইউনিয়নবাসী। সাম্প্রতিক সময়ে ৩ জন উদ্যোক্তার একজন নূরুল আমিনের ছেলে ওমর ফারুক, প্রতিনিয়ত বিভিন্ন ভাবে জন্ম নিবন্ধনের অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে হয়রানি করছেন। বিষয়টি নিয়ে ফুসে উঠেছে এলাকার সাধারণ মানুষ।এরই মধ্যে জন্মনিবন্ধন করতে সেবা প্রার্থীর কাছে ওই অভিযুক্ত উদ্যোক্তা দুটি জন্মনিবন্ধন তৈরী করতে ৫০০ হতে ৬০০ টাকা চাওয়ার কথা বলছেন ভুক্তভোগীরা, দৌলতপুর, কাস্তোর, পশ্চিম মল্লিকপুর এলাকার ফজলু, জীবন,ও বকুল চন্দ্র রায় নামে তিনজন যুবক জন্মনিবন্ধন করতে আসলে ওমর ফারুক তাদের বলেন কত দিবা ৫০০ দিতে হবে। পরে ওই শিক্ষার্থীরা বলেন জন্মনিবন্ধন নিতে নতুন নিয়মে ৫০ টাকা লাগে।
জবাবে ওমর ফারুক বলেন, কোনো ইউনিয়নে ২৫০ টাকার কমে জন্মনিবন্ধন করে তোমরা দেখাতে পারবে?১০ ইউনিয়নে ঘুরে দেখে আসো, এর কমে কেউ করে না। জন্মনিবন্ধন করতে আসা সেলিম নামে এক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানান যায়, ৫০ টাকার জন্মনিবন্ধনে ২৫০টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক দুইটি জন্মনিবন্ধনের জন্য ৫০০ টাকা দিতে হয়েছে তাকে। একই এলাকার মিজানুর রহমান ছেলের জন্মনিবন্ধন করতে এসেছিলেন তিনি বলেন, সরকার নতুন নিয়মে জন্মনিবন্ধনের জন্য ৫০ টাকা ফি করলেও তাদের কাছ থেকে ২০০ টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকার পাশাপাশি অনেককেই হয়রানির শিকার হতে হয়।
এদিকে জন্মনিবন্ধন করতে আসা এক বৃদ্ধা উদ্যোক্তা ওমর ফারুকের কক্ষে ঢুকতে গেলে উদ্যোক্তা ফারুক তার রুমে ঢুকতে না দিয়ে দরজায় জোরে ধাক্কা দিলে দরজার আঘাতে বৃদ্ধার মাথা ফেটে যায়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য বৃদ্ধাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ইউনিয়নের সচিব আশরাত পারভিনের সঙ্গে কথা বললে তিনি বলেন, সরকারি নিয়মে ৫০ টাকা করে জন্ম নিবন্ধনে নিচ্ছি তবে উদ্যোক্তারা অতিরিক্ত টাকা নিচ্ছে এ ঘটনা সত্য।
এ বিষয়ে ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, বলেন সরকারি ফি এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নেই। বিষয়টা আমি খতিয়ে দেখব, উদ্যোক্তারা যদি অতিরিক্ত ফি আদায় করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে । আর বৃদ্ধার মাথা ফাটার বিষয় টা সমাধানের জন্য আগামীকালকে বসার কথা আছে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, সরকার নির্ধারিত ফি,এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। উদ্যোক্তারা অতিরিক্ত টাকা নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।