
মোঃ রকি হাসান পীরগঞ্জ প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে ৭০ পিস ইয়াবা, ভারতীয় মদ ও নগদ টাকাসহ দুইজন কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পীরগঞ্জ উপজেলার জগদা মুক্তিযোদ্ধা পাড়ার নুরুজ্জামানের ছেলে মিঠুন ইসলাম মিঠু (২৪) ও রঘুনাথপুর গ্রামের মতিনের স্ত্রীর ডলি বেগম (৪৫)’কে ৭০ পিস অবৈধ ইয়াবা, ভারতীয় মদ ও নগদ টাকা সহ তাদের আটক করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় রঘুনাথপুর গ্রামের বাসা থেকে ৩০ পিস ইয়াবা, ভারতীয় মদ ও জগথা মুক্তিযোদ্ধা পড়ানোর নুরুজ্জামান এর ছেলে মিঠুন ইসলামের কাছ থেকে ৪০ পিস ইয়াবা মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা সহ তাদের আটক করে। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ করে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, থানায় মাদক আইনে দুইটি মামলা হয়েছে। আটক দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।