অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ছুটির নতুন সিদ্ধান্ত নেবে আজ।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিতব্য ডিএসইর বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
ঈদুল আজহা উপলক্ষে ৩০ আগস্ট ছুটি ঘোষণা করেছিল ডিএসই। ঘোষণায় বলা হয়েছিল, ১১ থেকে ১৩ সেপ্টেম্বর ডিএসই বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবার অর্থাৎ ৯ ও ১০ সেপ্টেম্বর মিলে ৫ দিনের ছুটি কাটাতে পারবে পুঁজিবাজার সংশ্লিষ্ট চাকরিজীবীরা।
কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঈদ। তাই বৈঠকে ঈদের নতুন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।