অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। তবে মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনে উন্নতি হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৪৮৩ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি ৯১ লাখ টাকা বেশি।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৬৪ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩১ কোটি টাকা লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৩ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।