পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। রিফাত ঠাকুর অনিক (১৯) ঠাকুর জুঙ্গুরদি গ্রামের আজিজুল ঠাকুরের ছেলে। এ ঘটনায় পরিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের গোরস্থান সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নদীতে কয়েকজন মিলে গোসল করার সময় রিফাত ঘাটের উপর থেকে পানিতে লাফ দিলে সে আর উপরে উঠতে পারেনি। এ সময় তার সহপাঠীরা বাড়িতে গিয়ে রিফাতের মায়ের কাছে সংবাদ দেয়। এরপর স্থানীয় লোকজন পানিতে নেমে খুঁজতে থাকে। বিকাল তিনটার দিকে রিফাতকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।